স্বজনদের সাথে দেখা হয়নি দীর্ঘ চৌদ্দটি বছর। প্রাণের সাথে মেলেনি প্রাণের কথা। মন ছিল দারুণভাবে বিমর্ষ। এর মধ্যে হারিয়েছি মা- বাবাসহ স্বজনদের। যাদের সাথে ছিল ছোট্টবেলার সখ্যতা আর বেড়ে উঠা। তাদের ভালবাসি, বড্ড ভালবাসি।
দীর্ঘ ১৪ বছর পর নিজ গ্রামে ফিরে এলাকাবাসীর সংবর্ধনায় সিক্ত হয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব।
দীর্ঘ ১৪ বছর পর দেশে আগমনে ফটিকছড়ির এ বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী বিপ্লবকে ২ ফেব্রুয়ারি (শনিবার) হেয়াকো বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়।
এর আগে সন্ধ্যায় দীর্ঘ ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম নগর থেকে হাজারো কর্মী নিয়ে নাজিরহাট হয়ে সড়ক পথে বিপ্লবকে বরণ করে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।
সভায় হেয়াকো বনানী কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারৈয়ারহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভি পি সাবেক ছাত্র নেতা মোঃ শামীম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা সাংবাদিক নুরুল ইসলাম রিপন, মনির হায়দার।
বক্তব্য রাখেন- কামাল সিকদার, ওসমান, নাজিম উদ্দীন, গণি বাবুল, জয়নাল আবেদীন বাবুল, সাকিল চৌধুরী রনি, মাছুম খোন্দকার শাহ মাছুম, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, রাকিব, নাজিম উদ্দীন, মোঃ আব্দুল হালিম, মনির উজ্জান লায়েজ, আব্দুর রাজ্জাক, মোঃ ইউছুপ, শহিদুল আলম, ফারুক বিন মুসা, আবু মুসা জীবন, আজগর ছালেহীন, নজরুল ইসলাম প্রমুখ
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড-শো অনুষ্ঠিত হয়েছে।