ফটিকছড়িতে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে হত দরিদ্রদের মাঝে মেডিসিন, গাইনি ও চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চশমা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এর আগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পিএমকের উপ–প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেলথ ডা. কাজী সুদীপ্তা কবির, সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম। ফটিকছড়ি শাখায় উপস্থিত ছিলেন– উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম রানা, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সরদার সুলতান মাহমুদ, শাখা ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
চট্টগ্রাম জোনের সকল শাখায় মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা পত্র, ঔষধ এবং চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা।