ফটিকছড়িতে প্রগতি ব্রিকস ম্যানু ও শাহ আমানত ব্রিকস ম্যানুকে ৬ লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়িতে ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগে শাহ আমানত ব্রিক্স এবং প্রগতি ব্রিকস কে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (বুধবার) উপজেলায় নানুপুর গামরীতলা এলাকায় শাহ আমানত ব্রিকস ম্যানু এবং প্রগতি ব্রিকস ম্যানু নামক ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়- ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজিব ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনয়ন করলে দ্বায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী শাহ আমানত ব্রিক্সের মো: নাজিম উদ্দিন (৪৫) কে ৩ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রগতি ব্রিকস এর সনজিত বিশ্বাস (৫২) কে ৩ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন।

পরে অর্থদণ্ড প্রদান করে অভিযুক্তরা অবমুক্ত হন। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন- এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা
পরবর্তী নিবন্ধচসিকের যান্ত্রিক শাখার প্রকৌশলীসহ দুইজনকে শোকজ