ফটিকছড়ির ভূজপুর থানাধীন উদয় পাথর, বালুর টিলা, বাগান বাজার এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে ‘পাহাড় কাটার’ অপরাধে শারমিন আক্তার (২৫) ও রাশেদা আক্তার (২৮) নামে ২ নারীকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে এক্সকেভেটরের সাহায্যে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা ও পাহাড় কাটা মাটি দিয়ে পার্শ্ববর্তী নাল শ্রেণীর জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন আক্তার (২৫) ও বদিউল আলমের মেয়ে রাশেদা আক্তারকে (২৮) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাছাড়া স্থানীয় লোকজনের দেওয়া তথ্য ও সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কাজে মো. ইউনুস (৫০). আরিফুল ইসলাম (২৫), জাফরুল্লাহ (৪০), আবুল কালাম, জোহরা, মো. নুরুল আমিন, নুরুল করিম, সাইদ মেম্বার, আলমগীর, নুরুল আমিন, শাহজাহান, মিলন, লিটনসহ আরো অনেক অজ্ঞানামা ব্যক্তি সংশ্লিষ্ট কাজে জড়িত আছেন বলে অভিযোগ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের বিট কর্মকর্তা (কয়লা বিট) আমিরুল ইসলামকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।