ফটিকছড়িতে পাহাড় কাটায় গভীর রাতে অভিযান

এক্সকেভেটর ও ডাম্প ট্রাক জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে ‘মা জান চা বাগান’ সংলগ্ন হাসনাবাদ সড়কে অবৈধভাবে পাহাড়টিলা কাটার খবরে রাতভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সোয়া ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে এ অভিযান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ভূজপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা করেন।

তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে অবৈধভাবে অনুমতিবিহীন পাহাড় টিলা কাটার দায়ে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ‘মামনি এগ্রো’ কোম্পানির অভ্যন্তর থেকে ৩টি এক্সকেভেটর মেশিন ও একটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, জব্দ করা মালামালের মধ্যে ১টি এঙকেভেটর ও ১টি ডাম্প ট্রাক নারায়নহাট চেয়ারম্যানের জিম্মায় দিয়ে বাকি দুটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আমি উন্নয়ন এবং নেতা একই সাথে তৈরি করছি
পরবর্তী নিবন্ধসন্ত্রাস, চাঁদাবাজ দমনে নতুন পুলিশ ক্যাম্প ভূমিকা রাখবে