ফটিকছড়িতে ধান ও সবজির বীজ বিতরণ করলো গাউসিয়া কমিটি

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের পাশে দাঁড়িয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। এ উপলক্ষে গাউসিয়া কমিটি সমিতিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে বিনামূল্যে বীজ ধান বিতরণ সমিতিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।ইউনিয়ন গাউসিয়া কমিটির যুগ্মসাধারণ সম্পাদক তারেক আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান আল্লামা জালাল উদ্দীন আযহারী, সমিতিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন, মুহাম্মদ নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবদুর রহমান বাবর, মাওলানা আব্দুল্লাহ্‌, মুহাম্মদ হামিদুল ইসলাম হাফেজ আনিসুল ইসলাম,আরফাত হোসাইন, শওকত হোসেন, আলাউদ্দীন, ওমর ফারুক,মিজানুর রহমান মুন্না, নাহিদুল ইসলাম হামীম, নুরুল আবছার তারেক, আদনান সামী, শাহাদাত হোসেন প্রমুখ। কৃষকদের মাঝে বীজ বপন ও তৎপরবর্তী সময়ে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মুহাম্মদ জিয়া। পরে দেড় শতাধিক কৃষকের মাঝে ধান ও সবজির বীজ প্রদান করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ