ফটিকছড়িতে জন্মমৃত্যু সংশোধনে অতিরিক্ত টাকা নিলে আইনানুগ ব্যবস্থা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ২:৩২ অপরাহ্ণ

ফটিকছড়িতে ১৮ টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার বেশিরভাগ পরিষদে জন্ম-মৃত্যু সংশোধনের নির্ধারিত ফি এর তুলনায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলেন সাধারণ জনগণ।

এবার এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে উপজেলা প্রশাসন। এ নিয়ে ১৪ আগস্ট (বুধবার) এক বিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় – ফটিকছড়ি উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও সংশোধন গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার নির্ধারিত ফি ব্যতীত অন্য কোন অর্থ আদায় না করার জন্য অনুরোধ করা গেল। অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগ প্রমানিত হলে; যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএসপি বাবুল আক্তারের জামিনের সিদ্ধান্ত ১৮ আগস্ট
পরবর্তী নিবন্ধনগরীর বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন