ফটিকছড়িতে কারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মোহাম্মদ মহিউদ্দিন (২৫) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৭ এপ্রিল (সোমবার) বেলা ৩টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিক্যাল রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মহিউদ্দিন হাটহাজারীর পূর্ব মন্দাকিনী বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইউছুফের সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নিহত যুবক তার মোটরসাইকেল নিয়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করছিল। এমন সময় একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে প্রত্যক্ষদর্শীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলবণের ন্যায্য মূল্যের দাবিতে বাঁশখালীতে এনসিপির মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ৪৪ জন গ্রেপ্তার