ফটিকছড়িতে এমপি সনির প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ফটিকছড়িতে প্রথম আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব নির্বাচিত এমপিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সভায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। তিনি আইনশৃংখলা রক্ষা, মাদক, ভূমিদস্যু চোরাচালান, সন্ত্রাস প্রতিরোধ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক মো, নাজিমুদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী , ফটিকছড়ি ও ভূজপুর থানার কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী(ক.) এর ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পেরে উঠছে না জান্তা বাহিনী