ফটিকছড়িতে কাঞ্চন নগর ইউপির চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার এবং আব্দুল্লাহপুর ইউপির সদস্য মো. হোসেনকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গতকাল শুক্রবার থানা পুলিশ তাদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে। এর আগে নাজিমুদ্দিন মুহুরী, হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ইসমাইল হোসেন, এ কে জাহেদ চৌধুরী, মো. আব্দুল হালিমসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিগণ স্বৈরশাসকের দোসর ও অবৈধ ক্ষমতা দখলকারী, নিরীহ মানুষ নির্যাতনকারী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তারা ছাত্র আন্দোলনে নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। অস্ত্র–শস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্র জনতার আন্দোলনকে রুখে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময় মহড়া দিয়ে জনমনে আতংক সৃষ্টি করেছিল।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু জাফর বলেন, একটি মামলায় দিদারুল আলম দিদার এবং মো. হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ৮৩ জনের নামসহ ২০০/২৫০ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়েছিল।