ফটিকছড়িতে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নানুপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে নানুপুর মাতৃসদন হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাব প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, আজাদী বাজার জাহানপুর গ্রামের প্রসূতি নাজিয়া আক্তারকে নিয়ে তার আত্মীয়স্বজনরা ঘটনার আগের রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ডিউটিরত ডাক্তার কিছুক্ষণ পর বাচ্চার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পথিমধ্যে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় আত্মীয়স্বজনরা হাটহাজারী মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর আনুমানিক ৫টার দিকে সিজার করা হয়। কিন্তু নবজাতক মারা যায়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়স্বজন ও উত্তেজিত জনতা নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালের দরজা, জানালা, চেয়ারটেবিল, আসবাবপত্র, আল্ট্রা, ইকু মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গাড়িসহ হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর করে। এদিকে হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করে এবং সেখান থেকে দুইজনকে আটক করে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিম বা হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা হাসপাতালে হামলা করেছে। ইতিমধ্যেই কোনো লিখিত অভিযোগ না আসলেও চিকিৎসায় অবহেলার ঘটনা খতিয়ে দেখতে ৩ জন বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করে দিয়েছি। তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযেভাবে ধরা পড়ল নৌযানের ৬ শ্রমিক