ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়ির বাগানবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি ফার্মেসি, ২টি কুলি কর্ণার, ১টি সেলুনের দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রোববার (১৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার উপজেলার ১নং বাগানবাজার ইউপির আঁধার মানিক রাস্তার মাথায় মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস এবং দাঁতমারা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন রাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছেন রামগড় ফায়ার স্টেশন।

ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসীন্দা মোহাম্মদ অলি উল্ল্যাহ বলেন, মধ্যরাতে হঠাৎ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস এবং পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪টি দোকান পুরো পুঁড়ে গেছে।

জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ডাক্তার শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ফার্মেসির ৮ লক্ষ টাকা, মোহাম্মদ রাব্বির কুলিং কর্ণারে ৩ লক্ষ টাকা, মোঃ সাদ্দামের কুলিং কর্ণারে ৪ লক্ষ টাকা এবং লিটনের সেলুন দোকানে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি প্রতিষ্ঠান পুড়ে যায় যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ লক্ষ টাকা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় জমির টপ সয়েল কাটায় এস্কেভেটার জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধটেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ বাস জব্দ, আটক ২