ফটিকছড়ি পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় ২০২৫২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি ২ লাখ ২৫ হাজার ৭০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেট গত অর্থবছরের তুলনায় ৬৩ দশমিক ২১ শতাংশ বেশি। গতকাল সোমবার পৌরসভার হল রুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।

গত অর্থবছরে (২০২৪২৫) বাজেট ছিল ৩১ কোটি ৬২ লাখ ৯ হাজার ৩৯১ টাকা। ঘোষিত নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৮৬৫ টাকা। ব্যয়ের ক্ষেত্রে বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে সর্বোচ্চ ৩৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৬০ লাখ এবং শিক্ষা ও সংস্কৃতি খাতে ১৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বাজেট বাস্তবায়ন করা হবে।

এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনাম বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমদ সিদ্দিকি, ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মাদক মামলার পলাতক আসামির থানায় আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, প্রবাসী বাংলাদেশি দোষী সাব্যস্ত