ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শাহজাদা মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যাপীঠের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল মাবুদ চৌধুরী কাজল, এম শাহাবুল আলম মিনার ও মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলী আজগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ চৌধুরী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সিনিয়র শিক্ষক মেরিন আফরোজ। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী পলাশ, প্রবীর দত্ত, মোহাম্মদ শাহজাহান, এমদাদ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, জনি শীল, সালাউদ্দিন সরওয়ার, নজরুল ইসলাম, জাবেদুল আবেদীন লিটন ও পিংকি পাল। অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী ফাতেমা আক্তার তানিশা, আবিয়া জান্নাত ও ফাবিহা জান্নাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত
পরবর্তী নিবন্ধটেক্সিতে যাত্রীবেশে নারীর মোবাইল ছিনতাই, জনতার হাতে আটক দুই