মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা (২০৪ নম্বর) শাখা কার্যালয় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করার অভিযোগে রাউজান থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন সংগঠনের ফকিরটিলা শাখার সহসভাপতি জোহেল উদ্দীন। গত ২৬ আগস্ট রাতে মামলা রুজু হওয়ার কথা স্বীকার করেছেন রাউজান থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান।
২০১৯ সালের ১৯ এপ্রিল সংঘটিত ঘটনার বিবরণ সূত্রে মামলাটি করা হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি ২০/৩০ জন। এক নম্বর আসামি করা হয়েছে রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে। আসামিদের মধ্যে আছেন জমির উদ্দিন পারভেজ, এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ফারাজ করিম চৌধুরী, আহসান হাবিব চৌধুরী, আব্দুল্লাহ আল মাসুদ, সুমন দে, সাইদুল ইসলাম, জিয়াইল হক সুমন, কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আবু ছালেক, আবদুল্লাহ আল রশীদি, তৈয়বুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুল আবসার, মোহাম্মদ আরিফ, আনোয়ার হোসেন, আকতার হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, তসলিম উদ্দিন, জিয়াউর রহমান, মেহেরাব হোসেন শাকিল, মুহাম্মদ মানিক মিয়া, আবদুর রহমান, তৌহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, মুহাম্মদ হৃদয় খান প্রকাশ মানিক, মঞ্জু সওদাগর, আরাফাত উদ্দিন, মুহাম্মদ সুজাত, আবুল হাসানাত জিকু, মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাজ্জাদ মাহমুদ, মো. আজাদ হোসেন, আসাদ হোসেন, এরশাদ প্রকাশ মুরগি এরশাদ, জাকের হোসেন জুনু, ফকরুদ্দিন মোজাম্মেল, সিরাজুল মনির শাওন, সাজেফুল ইসলাম বাবু, সৈয়দ মো. সরোয়ার আজম, মো. জাবেদ ও মৌলানা মো. জাহেদ উদ্দিন।