নগরীর বহদ্দারহাটে জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত ফজলে রাব্বি হত্যা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এ তথ্য নিশ্চিত করেন। আওয়ামী সরকার পতন পরবর্তী ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।












