ফজলে করিম চৌধুরী ৩ দিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটে জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত ফজলে রাব্বি হত্যা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এ তথ্য নিশ্চিত করেন। আওয়ামী সরকার পতন পরবর্তী ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পূর্ববর্তী নিবন্ধনগর প্রত্যয়ী সংঘ ক্লাবের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কাটা পাহাড় পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল