ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের আর্থিক অনুদান

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার সদর ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের কলেজ পড়ুয়া ছেলে মেয়ের ভর্তির টাকা দিয়েছে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরীর পুত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফারাজ করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, আলহাজ্ব নুরুল আমিন, শওকত হোসেন, এনামুল হক এনাম, জিল্লুর রহমান মাসুদ।

পূর্ববর্তী নিবন্ধহোটেল ও মুদির দোকানে পলিথিন, জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিচার বিভাগীয় কর্মচারীদের ৪০ লাখ টাকা অনুদান