ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত, তাই সদস্যপদ স্থগিত করা হয়েছে। যে যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান এই দায়ভার দল মেনে নেবে না। উনি একজন মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ। তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন, সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সাল সংগঠনটি কাজ করছে। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর দলের স্বীকৃতি লাভ করে। এরপর থেকে দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন।
এতে আরও জানানো হয়, আগামী শনিবার দুপুরে সমতলের ১২ জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে।