ফখরুলের জামিন ফের নাকচ

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন আবার নামঞ্জুর হয়েছে হাকিম আদালতে। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আবেদন নাকচ করেন। এ মামলায় এ নিয়ে দ্বিতীয়বার হাকিম আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন করা হয়। খবর বিডিনিউজের।

বিএনপি মহাসচিবের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘এতে আমাদের উচ্চ আদালতে যাওয়ার পথ সুগম হল। আমরা এখন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যাব। সেখানে জামিন প্রত্যাখাত হলে হাইকোর্টে যাব।’

এর আগে গত ২৯ অক্টোবর তার গ্রেপ্তারের দিনই রাতে ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে ফখরুলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। সেদিন থেকে তিনি কারাগারে আটক আছেন। এ মামলা ছাড়াও গত ২৮ অক্টোবর নয়া পল্টনে সংঘর্ষের ঘটনার পর তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় আরও নয়টি মামলা করা হয়েছে, যেগুলোতে পরে ১০ জানুয়ারি মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন পান।

তবে বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না মেলায় কারাগারে থাকা এ বিএনপির নেতা মুক্তি পাননি।

পূর্ববর্তী নিবন্ধআবাদি জমির টপসয়েল কাটায় ৪ জনকে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পরবর্তী নিবন্ধদুই পাশে ফেলে রাখা গাছের গুঁড়ি চলাচলে বাড়াচ্ছে ঝুঁকি