ফকিরহাটে গরুর ওজন মাপার ডিজিটাল স্কেল

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট গরুর হাটে প্রথমবারের মত গরুর ওজন মাপার ডিজিটাল স্কেল বসানো হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে ওজন স্কেল বসানোর কাজটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা কোডেক। গতকাল বিকেলে ফকিরহাট গরুর বাজারে ওজন মাপার স্কেলে গরুর ওজন মাপতে দেখা যায়। হাটে ক্রেতাবিক্রেতাদের অনুমান করে কেনাবেচা করতে হচ্ছে না। ওজন বিশ্লেষণ করে সুবিধামত দামে গরু বিকিকিনি হবে।

সীতাকুণ্ডের ফকিরহাট গরু বাজারের ইজারাদার মো. সফিউল আলম বলেন, কোরবানির প্রথম হাট থেকে ফকিরহাট বাজারে কোডেক থেকে একটি ওজন স্কেল বসানো হয়েছে। স্কেলটির সাথে মানুষের পরিচিতি হয়নি। তবে যারা দেখছেন, তারা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। কোডেকের প্রকল্প ব্যবস্থাপক এনায়েত হোসেন বলেন, ক্রেতারা সাধারণত অনুমান করে গরু কেনেন। এতে অনেক সময় তারা ঠকে যান। গরুর সঠিক পরিমাপের জন্য স্কেলটি বসানো হয়েছে। কারও অনুমানে সন্দেহ হলে, তারা ওজন পরিমাপ করে গরু কিনতে পারেন। খামারে এ ধরনের ওজন স্কেল থাকলেও বাজারে এবারই প্রথম। এই স্কেলে গরু পরিমাপে কোনো খরচ করতে হয় না ক্রেতাবিক্রেতাকে।

পূর্ববর্তী নিবন্ধআপিলেও বাতিল স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন
পরবর্তী নিবন্ধনতুন সভাপতি শামসুল, আশরাফুল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত