ফকিরপাড়া একতা সংঘের আত্মপ্রকাশ অনুষ্ঠান

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নের ফকিরপাড়া একতা সংঘের আত্মপ্রকাশ অনুষ্ঠান গত ১১ জুন অনুষ্ঠিত হয়। সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ। প্রধান বক্তা ছিলেন জয়নাল আবেদীন। বক্তব্য দেন, ইউপি সদস্য মোস্তফা আরজু, সুলতান মাসুদ, কাজী আলমগীর, সৈয়দ বয়ান, মুন্সি জাহেদ মল্লুক, সেকান্দর মুন্সি, মনছুর উদ্দিন, ইমরান কন্ট্রাক্টর, নুরুল আজিম জনি। প্রধান অতিথি বলেন, সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমাজিক সংগঠনের বিকল্প নেই, মাদক, জঙ্গি, ইভটিজিংসহ অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সংগঠনকে ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবার জন্য করোনার টিকা নিশ্চিত করার দাবি
পরবর্তী নিবন্ধজেসিআইয়ের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি