প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ডের বার্ষিক ক্যাম্পিং

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কাপ্তাই চন্দ্রঘোনার ‘পাহাড়িকা উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন স্কাউটদের সংগঠন ‘প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড’ (পিওএসজি) এর ৪র্থ বার্ষিক ক্যাম্পিং। স্কাউট ক্যাম্পিংয়ের জন্য অত্যন্ত উপযুক্ত এই স্থানে সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন স্কাউটদের এবারের এই ক্যাম্পিংয়ের শিরোনাম ছিল ‘কোবরা মিট২০২৫’। ২৫ এপ্রিল মূল দলটি ক্যাম্প সাইটে পৌঁছায়। সংগঠনের সভাপতি প্রাক্তন স্কাউট সুজয় সেন গুপ্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটসচট্টগ্রাম রিজিয়নের সম্পাদক এস, এম, শাহ নেওয়াজ আলী মীর্জা। এছাড়া সংগঠনের পতাকা এবং স্কাউট ব্রাদারহুড পতাকা উত্তোলন করেন প্রাক্তন সিনিয়র স্কাউট আশফাক কাদরী এবং সংগঠনের সভাপতি প্রাক্তন স্কাউট সুজয় সেন গুপ্ত। পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, প্রাক্তন স্কাউট কামরুদ্দীন আহমেদ চৌধুরী ও প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন স্কাউট আবু রাশেদ চৌধুরী অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন।

এইদিন ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সকল পতাকা অর্ধনমিত রাখা হয়। এই পর্বে বিশেষ বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন স্কাউট এম এ মোসাব্বের। ক্যাম্প উপলক্ষে নানা তথ্য সম্বলিত একটি ‘বুকলেট’ও প্রকাশ করা হয় এবং এরই মাধ্যমে দিনব্যাপী প্রাক্তন স্কাউটদের ব্যতিক্রমী এই ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্যাম্পেও সংগঠনের সদস্যদের নিজেদের স্কুলসেন্ট প্ল্যাসিড’স স্কুলের বর্তমান স্কাউট লিডার ও ৩ জন স্কাউটকে এই ক্যাম্পিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, সেন্ট প্ল্যাসিড’স স্কুল স্কাউট দল চট্টগ্রামের প্রথম স্কাউট দল। ব্যাচের নানা বয়সের মোট ৩২ জন প্রাক্তন স্কাউট এবং সেন্ট প্ল্যাসিড’স স্কুলের বর্তমান স্কাউট দলের ৪ জন সহ মোট ৩৬ জন স্কাউট দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯৬৮ ব্যাচের আশফাক কাদরী প্রবীণ স্কাউট হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গৌতম চৌধুরী, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান, নুরুন্নবী দীপু, সুমন বড়ুয়া, স্টীভ রোজারিও, রিয়াজ খান, মামুনুর রহমান মামুন, ইমরান হোসেন ইমু, কামরুল হাসান, সুমন দে, ডা. নাহিদ হাসান, ডানকান পেরেরা, সাজ্জাদ মাহমুদ, চার্লস ক্রাওলি, এরল রবার্টসন ও স্কুল স্কাউট শিক্ষক পংকজ পালিত প্রমুখ। দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে ছিলহাইকিং, পাইওনিয়ারিং, ফাস্ট এইড, বৃক্ষরোপন, স্কাউট গেমস ও স্মৃতিচারণ। শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও স্কুলের বর্তমান স্কাউটদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিকালের অধিবেশনের কার্যক্রমে অতিথি ছিলেন কাপ্তাই হাই স্কুলের প্রধান শিক্ষক এবং কাপ্তাই উপজেলার স্কাউট কমিশনার মাহবুব হাসান। শেষে আকর্ষণীয় ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছয় আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার