প্ল্যাকার্ড হাতে চবি শিক্ষকের প্রতিবাদ

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিত

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নড়াইলে পুলিশের সামনে এক কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে অপদস্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক ও এক মুক্তিযোদ্ধা। এ সময় তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অবস্থান নেন ইংরেজি বিভাগের শিক্ষক জি এইচ হাবীব এবং মুক্তিযোদ্ধা ও বামপন্থি কর্মী আব্দুল হক।

চবি শিক্ষক জি এইচ হাবীব বলেন, স্বপন কুমার বিশ্বাসকে যেভাবে হেনস্তা করা হয়েছে তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। শিক্ষক হিসেবে মনে হয়েছে এটা আমার দায়িত্ব। আমার পাশে মুক্তিযোদ্ধা ও বামপন্থি কর্মী আব্দুল হক সাহেবও দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নূপুর শর্মার সমর্থনে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর গুজব ছড়িয়ে পড়ে পোস্ট দেওয়া ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

এ ঘটনার পর পুলিশ পাহারায় তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে দাঁড় করিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। পরে তাকে পুলিশী হেফাজতে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘ভাসমান স্বর্ণে’ বদলে যাবে দেশের ভাগ্য
পরবর্তী নিবন্ধতুমি কি হারো