উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশের হিন্দুপাড়া থেকে গত রোববার রাত সাড়ে ১১ টায় এক লাখ দশ হাজার ইয়াবাসহ মো. আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক আলী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাব-১৫ জানায়, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশের হিন্দুপাড়া এলাকা থেকে আলীকে আটক করে। এরপর তল্লাশী করে ১টি প্লাস্টিকের বস্তার ভেতর হতে এক লাখ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলী ইয়াবা ব্যবসার কথা স্বীকার করে। তাছাড়া, অভিযানের টের পেয়ে ১ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় বলেও স্বীকার করে মো. আলী। আটককৃতকে স্থানীয় উখিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।