বোয়ালখালী সৈয়দপুর হাসান–শাহীনূর একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সম্প্রতি একাডেমির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা তামান্না খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে ১ম থেকে ৪র্থ শ্রেণির ছাত্র–ছাত্রীরা পরিবেশ দূষণে পলিথিন ও ছাত্র–ছাত্রীদের করণীয়, ৫ম থেকে ৭ম শ্রেণির ছাত্র–ছাত্রীরা শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধকরণ, ৮ম থেকে ১০ম শ্রেণির ছাত্র–ছাত্রীরা চিকিৎসাসেবায় এন্টিবায়োটিকের ব্যবহার বিষয়ে নির্ধারিত বক্তৃতায় অংশগ্রহণ করে। অধ্যক্ষ তাঁর জ্ঞানগর্ভ আলোচনায় পলিথিন তথা প্লাস্টিক সামগ্রী ব্যবহারের ক্ষতিকর প্রভাব, ছাত্র–ছাত্রীদের মাঝে মোবাইল ফোনের ক্ষতিকর দিক সমূহ এবং আধুনিক চিকিৎসায় এন্টিবায়োটিকের প্রয়োজনীয়তা ও পার্শ্বপ্রতিক্রিয়া বিসয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।











