হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বকুল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার বাস স্টেশন কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুল কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর সৈকত আলীর পুত্র। তবে তারা দীর্ঘদিন ধরে নগরীর অক্সিজেন এলাকার কেডিএস গার্মেন্টসের পিছনে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে উল্লেখিত এলাকার একটি ভবনের পেছনে ভাঙ্গারি মালামাল, কাগজপত্র ও প্লাস্টিক সামগ্রী কুঁড়াতে যায় বকুল। এ সময় ওই বিল্ডিংয়ের পিছনে দ্বিতীয় তলার টিনের ছাদের উপর থেকে মালামাল কুড়ানোর সময় বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গিয়ে গুরুতর আহত হয় সে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।