প্লানটেশন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

প্লানটেশন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি রৌফাবাদের পাহাড়িকা আবাসিক এলাকার ব্যারিস্টার মিল্কী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে স্কুল আঙিনার দুই পাশে ৩০টি বৃক্ষরোপন করা হয়। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে দেশব্যাপী উন্মুক্ত স্থানে বৃক্ষরোপনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার বৃক্ষরোপন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ট্রেজারার আবদুল মাবুদ চৌধুরী সিফাত, সদস্য দীপংকর ঘোষ, তানজিল মাহমুদ শাহ,সৌমেন দাস প্রমুখ। ব্যারিস্টার মিল্কী ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি নাসরিন বাকী ও প্রিন্সিপাল জোনায়েদ বেলালী কর্মসূচিতে গাছের চারা রোপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বহুতল ভবনে আগুন, নামতে গিয়ে শিশুসহ আহত ৬
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি