চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের এখন মানবিক মানুষ প্রয়োজন। তাই বিত্তের পরিধি নয়, চিত্তের পরিধির বিস্তৃতি ঘটুক। গতকাল শুক্রবার বিকেলে হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) কার্যকরী পরিষদের অভিষেক এবং ‘সালাম-বরকত শিক্ষাবৃত্তি-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বাবুল কান্তি দাশ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রিক্ত দত্ত। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন মানবিক পুলিশ কমিটি চট্টগ্রাম ইউনিটের টিম লিডার মোহাম্মদ শওকত হোসেন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় দে, সহসভাপতি অন্তু দে, সোম্য দে উৎসব, প্রান্ত দাশ গুপ্ত, প্রিয়াসা দাশ, চাঁদনী চৌধুরী, পুষ্পিতা দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।