বিপুল উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্দর স্টেডিয়ামে গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ১৭, ১৮ এবং ১৯ ডিসেম্বর তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি বলেন, ‘সুস্থ দেহ, সুস্থ মন’– এটি আমাদের জীবনের জন্য চিরন্তন সত্য। শারীরিক সুস্থতা ছাড়া মানসিক সুস্থতা বজায় রাখা অসম্ভব, যার সরাসরি প্রভাব পড়ে পড়াশোনায় মনোযোগের উপর। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশাত্মবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে যে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন বর্তমান প্রজন্ম দেখিয়েছে, তা বাস্তবায়নকল্পে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় খেলতে পাঠানোর আহবান জানিয়ে সিটি মেয়র বলেন শিশুদের মনোদৈহিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। বিজয়ের মাসে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সহযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের আরেক অকুতোভয় বীর, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক প্রিন্সিপাল, মরহুম লে. কর্নেল (অব.) মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ; বীর উত্তমসহ সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান।
তিন দিনের অনুষ্ঠানে চারটি হাউসের অধীনে সিনিয়র ও মিডল স্কুলের সহস্রাধিক প্রতিযোগী মোট ৭৬টি এবং জুনিয়র স্কুলের পাঁচশতাধিক শিক্ষার্থী মোট ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে। এতে স্কুল হেড বয় ফাহমিদ মুহতাসিম চৌধুরী ও হেড গার্ল কিশোয়ার আশরাফি খানের নেতৃত্বে শিক্ষার্থীদের এক চৌকস দল কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথিকে সালাম জানায়। অলিম্পিক মশাল বহন করে ২০২৪ সালের স্কুল চ্যাম্পিয়ন জাওয়াদুল আলম আরসান। সিনিয়র ও মিডল স্কুল বালকদের মধ্যে দশম শ্রেণির ইহান আজমাইন হক (স্কুল শাখা) এবং দ্বাদশ শ্রেণির তায়েবিন তারিক (কলেজ শাখা), বালিকাদের মধ্যে দশম শ্রেণির তাফান্নুম মুনতাহা তাকি (স্কুল শাখা) এবং দ্বাদশ শ্রেণির নুসরাত জাহান (কলেজ শাখা) চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ঈগল হাউস স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অভিভাবক, শিক্ষক–শিক্ষিকা, কর্মকর্তা–কর্মচারীরা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ গ্রহন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব, জনাব মো. গোলজার আলম (আলমগীর), স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।












