প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবসাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শনিবার ক্লাবের স্পোর্টস জোনে ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ একক এবং ব্রিজ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ এককে ‘ক’ গ্রুপ থেকে তুষার দেব এবং শৈবাল আচার্য্য, ‘খ’ গ্রুপ থেকে সুবল বড়ুয়া, ‘গ’ গ্রুপ থেকে রাজেশ চক্রবর্তী, রুবেল খান, জাকের আহমদ এবং মিয়া আলতাফ প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। ক্যারমের খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাব ক্রীড়া উপকমিটির সদস্য আবু জাফর মোহাম্মদ হায়দার, জাকির হোসেন লুলু, সাইফুল্লাহ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, গোলাম মর্তুজা আলী এবং মো. ওমর ফারুক। এদিকে ব্রিজ ইভেন্টে নওশের আলী খান. শামসুল ইসলাম জুটি প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন। ব্রিজ ইভেন্ট পরিচালনায় ছিলেন ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নবিএফইউজে’র যুগ্মমহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু, স্থায়ী সদস্য এম নাসিরুল হক, দেবপ্রসাদ দাস দেবু, যীশু রায় চৌধুরী, আলমগীর সবুজ, রেজাউল করিম, সাইদুল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের বেডে শুয়ে নির্বাচনে লড়ছেন বুলবুল-সাইফুল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জয়ী দলগুলো