বাইশে শ্রাবণ ঝরে গেল এক চিরসবুজ পাতা,
নিভে গেল দীপ্ত প্রজ্ঞার অগ্নিস্নাত কথা।
যাঁর কণ্ঠে প্রেম, যাঁর কলমে বিদ্রোহ,
তাঁর না–থাকার এই দিনে, হৃদয় কাঁদে নিঃশব্দ রোধ।
আমি তাঁকে পড়িনি শুধু, আমি তাঁকে ছুঁয়েছি,
শব্দের আঁচলে নিজের নিঃশ্বাস জড়িয়েছি।
তাঁর কবিতা আমার মনের জানালায় হাওয়া,
দুঃখে তাঁর গান যেন শান্তির এক ধ্বনি বাজায় চাওয়া।
আজ তাঁর মৃত্যুদিন, তবু আমি মৃত্যুকে মানি না,
কারণ তিনি আমার অন্তরে জাগ্রত–প্রতিটি ভোর,
প্রতিটি গানে স্নিগ্ধ প্রার্থনা।
তিনি নেই দেহে, তবু তিনি আছেন
প্রেমে, চেতনায়, বিশ্বাসে
আমার হৃদয়পটে তিনি অমর, চিরভাসে।
যতদিন বাংলা বাঁচবে, যতদিন ভাব জাগবে ছন্দে,
তাঁর নাম জ্বলবে দীপ্তির অনন্ত বন্ধে।