প্রেমের নামে প্রতারণা মামলায় চান্দগাঁও থেকে নারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থেকে লুৎফর নাহার ইশিতা (৩০) নামে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও আবাসিকের ১৪ নম্বর রোডের বি ব্লকের বাসা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এক প্রতারণা মামলায় লুৎফর নাহার ইশিতাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২০