প্রেমের কারণে স্কুল ছাত্রের আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। এরপর গভীর যোগাযোগ। পরে প্রেম নিবেদন। এভাবেই একে অপরকে ভাললাগা-ভালোবাসা। পরে এ ভালোবাসা গড়ায় বিয়ে করার তীব্র আকাঙ্ক্ষা পর্যন্ত। নিজ পরিবারের কাছে বিয়ের প্রস্তাবও দেয় স্কুল ছাত্র জয়ন্ত মল্লিক (১৬)। বিয়েতে তার পরিবার রাজি না হওয়ায় এক পর্যায়ে আত্মহত্যার পথ বেঁচে নেন তিনি।
গতকাল রোববার সকাল ৮টায় পৌরসদরের সুচক্রদন্ডী গ্রামের একটি ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন জয়ন্ত। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মধ্যম কালিয়াইশ গ্রামের খোকন মল্লিকের পুত্র।
পুলিশ জানান, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জয়ন্ত মল্লিকের সঙ্গে ছনহরা ইউনিয়নের একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এরমধ্যে সে প্রেমিকাকে বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে চাপ সৃষ্টি করে। এতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় জয়ন্ত অভিমান করে আত্মহত্যা করে। পরে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পটিয়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, প্রেম সংগঠিত ঘটনা নিয়ে স্কুল ছাত্র জয়ন্ত আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাজার ঘুরে ‘পজিটিভ নিউজ’ চাইলেন বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবরকল সেতুর ৯০ ভাগ কাজ শেষ, জুনে চালু