প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন ধুপপুল এলাকায় প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির জেরে আত্মহত্যা করেছেন এক যুবক। গত ৩ আগস্ট গভীর রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজিব (২১) নামের ওই যুবক।

নিহতের পরিবার জানায়, ৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নিজের কক্ষে ঘুমাতে যান সজিব। তবে সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে প্রথমবার লটারি কিনে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি
পরবর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল সাড়ে ১৩ কেজির মরা মৃগেল