প্রেম করার জন্য শিক্ষার্থীদের ছুটি!

আজাদী ডেস্ক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

প্রেম করার জন্য ছুটি! হ্যাঁ, প্রেম করতে শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি দিয়েছে চীনের কলেজগুলো। হঠাৎ কেন এই পথে হাঁটা? বিষয়টি অবাক লাগলেও সেখানকার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করা হয় ২১ মার্চ। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এটার নাম দিয়েছেন স্প্রিং ব্রেক। কলেজগুলোর মধ্যে একটি হলো মিয়াংইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানিয়েছেন, এই সময়ের মধ্যে নিজের সঙ্গীর সঙ্গে যত খুশি প্রেম, রোম্যান্স করো। প্রয়োজনে সঙ্গী খুঁজে নিয়ে এক সপ্তাহ সময় কাটানোর পরামর্শও দেওয়া হয়েছে। শুধু সঙ্গীর সঙ্গে প্রেম নয়, প্রকৃতির সঙ্গে, জীবনের সঙ্গে প্রেম করারও পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

মিয়াংইয়াং ফ্লাইং কলেজের ডেপুটি ডিন বলেন, আশা করছি, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে প্রকৃতি ও বসন্তকালকে ভালোভাবে উপভোগ করবে। তার দাবি, এর ফলে শুধু শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশই ঘটবে না, তাদের শিক্ষণীয় ক্ষমতা আরো সমৃদ্ধ হবে। এই সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীকে হোমওয়ার্ক করতে হবে না। শুধু এই সময়ে যা দেখল, শিখল ও অনুভব করল, তা ডায়েরিতে লিপিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এমন সিদ্ধান্ত? চীনে জন্মহার দ্রুত হারে কমছে। এ নিয়ে সরকারের চিন্তা বাড়ছে। কীভাবে জন্মহার বাড়ানো যায় তা নিয়ে নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। সেই কাজে সরকারকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে কলেজগুলো। কলেজ কর্তৃপক্ষগুলোর দাবি, শিক্ষার্থীদের মধ্যে প্রেমের সম্পর্ক যদি গড়ে তোলা যায়, তাহলে এই সমস্যার কিছুটা সমাধান হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ কেড়ে নিয়েছে ইউক্রেইনের ২৬২ অ্যাথলেটের প্রাণ
পরবর্তী নিবন্ধদাপ্তরিক যোগাযোগে ইংরেজি লিখলে লাখ ইউরো জরিমানা