বীরকন্যা প্রীতিলতার ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে পাহাড়তলী প্রীতিলতা স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত পথসভায় স্মৃতিচারণ করেন সুভাষ আইচ, নয়ন ধর, স্বরূপ দে, সঞ্জয় পারিয়াল, প্রীতম, রাজেশ চৌধুরী, হৃদয়, ইমন প্রমুখ। বক্তারা বলেন বীর কন্যা প্রীতিলতা ব্রিটিশদের সাম্রাজ্যবাদী বৈষম্যমূলক অত্যাচার ও নিপীড়ন থেকে দেশবাসীর মুক্তির জন্য সম্মুখ যুদ্ধে লড়াই করেন। ত্ার এ আত্মত্যাগ এদেশের সব প্রগতিশীল আন্দোলনে নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।