প্রীতি ম্যাচ খেলতে চীনে গেলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সদ্যই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এখন এসব নিয়ে ভাবার সময় নেই। আপাতত জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী। সতীর্থদের নিয়ে এরইমধ্যে আয়োজক দেশ চীনে পৌঁছে গেছেন তিনি। গতকাল শনিবার সকালে প্রাইভেট প্লেনে চেপে চীনের রাজধানী বেইজিংয়ের বিমানবন্দরে পা রেখেছে মেসি। তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনা দলে তার সতীর্থ আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস এবং নাহুয়েল মোলিনা। চীনে পৌঁছে প্রস্তুতি পর্ব শুরু করবে লিওনেল স্কালোনির দল। আগামী বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর ১৯ জুনজাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

এই দুই ম্যাচ শেষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর প্রস্তুতি নেবে দক্ষিণ আমেরিকার দলটি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী প্রিমিয়ার ফুটবল লিগে তৈয়ব আলী ও সামশুল আলম ফাউন্ডেশনের জয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভা