প্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং ক্লাবের জয়

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

প্রীতি ক্রিকেট ম্যাচে বনানী ক্লাবকে হারিয়ে জয় পেয়েছে চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল)। চিটাগাং ক্লাবের আমন্ত্রণে গত ১৫ থেকে ১৭ মে পর্যন্ত তিনদিনের এক সৌজন্য সফরে আসে বনানী ক্লাব। পরে দুই ক্লাবের খেলোয়াড়বৃন্দ কয়েকটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন। সফরকারী দলকে নেতৃত্ব দেন বনানী ক্লাব চেয়ারম্যান রুবেল আজীজ। এই উপলক্ষে গত ১৬ মে রাতে চিটাগাং ক্লাব হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাসেম (নান্নু), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও বিপুল সংখ্যক সিসিএল মেম্বার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বনানী ক্লাব প্রেসিডেন্ট রুবেল আজিজ,উত্তরা ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ ফয়সাল তাহেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিকিট ছাড়াই নিউজিল্যান্ড-বাংলাদেশ ‘এ’ দলের খেলা দেখতে পারবেন দর্শকরা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ার পুরস্কার বিতরণ