প্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং ক্লাবের জয়

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা ক্লাবকে ২৭ রানে হারিয়ে এবং পুলে ৩২ গেমে হারিয়ে বিজয় অর্জন করেছে। ঢাকা ক্লাবের আমন্ত্রণে গত ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনের এক সৌজন্য সফরে গেলে চিটাগাং ক্লাব স্পোর্টস দল বিভিন্ন কর্মসূচীসহ বেশ কয়েকটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। সফরকারী ৭৫ সদস্যের চিটাগাং ক্লাব দলকে নেতৃত্ব দেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাসেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ এই সফরে অংশ নেন। সিসিএল কার্যকরী কমিটির সদস্য ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরামের নেতৃত্বে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন চৌধুরী মাহতাব উদ্দিন হুমায়ুন, ইমতিয়াজ চৌধুরী রকি, জাবেদ ইউসূফ, রাজীব মোহাম্মদ মোস্তাফা, রিয়াদ মোহাম্মদ মোস্তাফা, হাশেম রেজা, মো. শাহ রিয়াদ, ফাহাদ করিম, তাইফুর ইসলাম, ডা. সেতু, শাহেদ সাকী, ফয়সাল দস্তগীর, অনিক, ইমরুল হায়দার রিপন, ফজলে আহসান খান, ডালিম, রাকিব, লিংকন, মানিক, জনি আবেদীন ও বাবু প্রমুখ। এছাড়া স্নুকার মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন এর নেতৃত্বে পুলে খেলেন শোভন এম শাহাবুদ্দিন রাজ, গোলাম সরওয়ার চৌধুরী এবং ফাহাদ বিন ফারুক। তারা ঢাকা ক্লাবকে ৩২ গেমে হারান।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশকে গড়ে তুলতে আরেকটু সময় চাইলেন কোচ সিমন্স
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেল অনূর্ধ্ব-১৯ দল