‘প্রিয় মালতী’র লন্ডন জয়!

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

মেহজাবীন চৌধুরী অভিনীত, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। গত ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পায় সিনেমাটি। এবার আরেকটি সুখবর দিলেন শঙ্খ দাশগুপ্ত।

তিনি জানিয়েছেন, লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতি’। ২২২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব। আর সেখানেই ‘প্রিয় মালতি’ দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতি’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে।

আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এটা সম্ভব হয়েছে। চলুন আরও এমন গল্প তৈরি করি, যা সীমানার গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়কে যুক্ত করে। ‘প্রিয় মালতী’ নির্মাণের পাশাপাশি এর গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত নিজেই। বলা প্রয়োজন, সিনেমার মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে।

মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় মেহজাবীনেরও অভিষেক হয়। ১৫ বছরের ক্যারিয়ারে নাটক, সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে ‘প্রিয় মালতী’ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় আগের সবকিছুকে ছাপিয়ে গেছে বলে মত দিয়েছেন বিজ্ঞজনেরা। অভিনেত্রী, পরিচালক ছাড়াও ফিচার ফিল্মের প্রযোজক হিসেবে অভিষিক্ত হয়েছেন নির্মাতাপ্রযোজক আদনান আল রাজীব।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.২২ কোটি টাকা