প্রিয় নবীর (দ.) শুভাগমনে সমস্ত জগৎ আলোকিত হয়েছে

বিভিন্নস্থানে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিলে বক্তারা

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) প্রতিষ্ঠিত ১২ দিনব্যাপী ৩০তম জশনে ঈদে মিলাদুন্নবী () সম্মেলনের ৯ম ও ১০ম দিবসে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশীন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (.জি..)। ছিপাতলী জামেয়া গাউসিয়া মুুঈনীয়া কামিল মাদ্রাসা ও আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়ার সহযোগিতায় ১৩ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী () সম্মেলনে অধ্যক্ষ আল্লামা ফরিদ উদ্দিন আলকাদেরী বলেন, প্রিয় নবীর () দুনিয়ায় শুভাগমনের উসিলায় মানবজাতিসহ সমস্ত জগৎবাসী ধন্য ও আলোকিত হয়েছে। তাই তাঁর দুনিয়ায় শুভাগমন দিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী () উদযাপনে শামিল হওয়া উত্তম ইবাদত হিসেবে গণ্য। দুই দিনের মাহফিলে আলোচক ছিলেন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী, . আল্লামা কফিল উদ্দিন সরকার সালেহী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, পীরে তরিকত আল্লামা কাজী আবুল এরফান হাশেমী, আল্লামা মাসুদ হোসাইন রিজভী, আল্লামা ফেরদৌসুল আলম আলকাদেরী। সম্মেলনের শুরুতে ক্বেরাত ও না’তে রসূল () পরিবেশন করেন ছিপাতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী () দিবসে ছিপাতলী দরবার থেকে বাদে ফজর পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (.জি.) এর নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। জুলুস শেষে হাটহাজারী সদরস্থ আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হবে।

আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডার ২২তম ১২দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিলের ৬ষ্ঠ দিবস সম্প্রতি দরবার ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারত খড়গপুরের আল্লামা মুহাম্মদ আশিক হোসেন চিশতী (.)। এতে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মেহরাজুল আলম আমিরী। আলোচনা করেন আল্লামা হাফেজ আহমদ আল কাদেরী, আল্লামা সোলায়মান কাদেরী, আল্লামা মুঈন উদ্দিন খান মামুন, মাওলানা হাফেজ আরমান হোসেন কাদেরী, মাওলানা মুহাম্মদ হাসান রেজা। আওলাদে আমিরের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মানোয়ার মিসবাহ সানজিদ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোন্তাসির আলম আমিরী, শাহজাদা সৈয়দ মাওলানা শরিফুজ্জামান আমিরী। এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ডা. জাফর আহমেদ মাইজভাণ্ডারী, এস. এম. খাদেমুজ্জমান আমিরী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ নুরুল করিম বাদল। দুরুদ শরীফ পেশ করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। হামদ ও নাত পরিবেশন করেন শায়ের মাওলানা আমির উদ্দিন নয়ন আমিরী, শায়ের মাওলা।

আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী ফাউন্ডেশন : মানবসেবামূলক সংগঠন আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও প্রখ্যাত অলিয়ে কামেল আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফী ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর (মা.জি..) সভাপতিত্বে জশনে পবিত্র ঈদমিলাদুন্নবী (.) মাহফিল ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) মাসিক ফাতেহা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বাদে যোহর হতে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং পবিত্র ঈদমিলাদুন্নবী মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারের হাশেমিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন কাযী আল্লামা মুফতি আবুল এরফান হাশেমী (মাঃজিঃআঃ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা সাইফুদ্দীন জহুর ওয়াজেদী, মুহাম্মদ মঈনুদ্দীন জহুর, শাহজাদা মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফজল আহমদ কাদেরী, এস. এম রিদোয়ান, অঙিজেনস্থ হযরত শাহ্‌ আমানত (রহ.) জামে মসজিদ’র খতিব আল্লামা মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা ইয়াসিন মাদানী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, মাওলানা নুরুল মোস্তফা কাদেরী, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের আল কাদেরী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী নোমানী সহ অসংখ্য ওলামা কেরামগণ।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ : রাসুল পাক (.)’র শুভাগমনে তৃষ্ণার্ত পৃথিবী তৃপ্তি লাভ করেছিল। যিনি জীবনের সকল দিক ও বিভাগে আমুল পরিবর্তন করে সমগ্র সমাজ সভ্যতাকে আল্লাহর রঙে রঙিন করে গেছেন। গত শুক্রবার হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ প্রাঙ্গনে ১২ দিনব্যাপী পবিত্র ঈদমিলাদুন্নবী (.) সমাবেশ উদ্‌যাপনের ১০ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরী উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় জা’নশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আ’লা হযরত, আল আমিন হাশেমী দরবার শরীফ’র সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্টের সভাপতি পীরে ত্বরিকত আল্লামা শাহ্‌ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে ও ফতেয়াবাদ কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র আরবী প্রভাষক আল্লামা হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরী (মাঃজিঃআঃ)। বিশেষ আলোচক ছিলেন ইমাম আজম রিচার্জ সেন্টার’র প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, আল্লামা হাফেজ আবদুল হাই আল কাদেরী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ আমিনিয়া দাখিল মাদরাসা’র মুদাররিস মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল নিশান কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ শাহাদাত হোসাইন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। পরিশেষে মিলাদ কেয়াম, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ১০ম দিনের মাহফিল সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আর কোনো স্বৈরাচার সহ্য করবে না জনগণ
পরবর্তী নিবন্ধযুবদল নেতাকে হত্যাচেষ্টা রাঙ্গুনিয়ায় নাগরিক সমাজের বিক্ষোভ