দ্বীনি ও মানবসেবামূলক সংগঠন আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে আজ শুক্রবার থেকে অনুষ্ঠেয় দুইদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আগের দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জিকরে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। আলী হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন তাফসিরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু। মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবী (দ.), খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম ও ওলী বুজুর্গদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও আনুগত্যই ঈমানের অনিবার্য দাবি। যারা তাঁদের শান মর্যাদা উপেক্ষা করে কটূক্তি করবে তারা অবশ্যই পথভ্রষ্ট। বক্তারা নবী–ওলী বিদ্বেষী নানামুখী তৎপরতা রুখে দিয়ে ঈমান আক্বিদা ও আমলের হেফাজত করার আহ্বান জানান। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা সাইফুদ্দিন আল–কাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ শাহজাহান, গোফরানুল হক মুহাম্মদ নোমান চৌধুরী, এম মহিউল আলম চৌধুরী, ফজলুল করিম তালুকদার, নাছির উদ্দিন মাহমুদ, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এডভোকেট ফরিদুল ইসলাম, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা আবদুন নবী আল–কাদেরী, মহরম আলী, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ হারুন বাদশা, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, আজিম উদ্দিন আহমদ, ডিআইএম জাহাঙ্গীর আলম, আবদুল করিম সেলিম, নুর রায়হান চৌধুরী। মাহফিলে হামদ, না’তে রসূল (দ.) ও গজল পরিবেশন করেন ক্বারী তারেক আবেদীন, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ বেলাল উদ্দিন হোসাইনী, মুহাম্মদ সোলায়মান আমিরি, মুহাম্মদ জাহেদ রেজা, সৈয়দ মুহাম্মদ হাবিব রেজা, মুহাম্মদ সিয়াম, মুহাম্মদ জাহেদসহ বিভিন্ন ইসলামি সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও শিল্পীবৃন্দ। আজ শুক্রবার বাদে জুমা থেকে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে। মাহফিলে পর্দা সহকারে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা থাকবে। কাল শনিবার দ্বিতীয় দিবসে বাদে জোহর থেকে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়ে রাতে বিশ্বশান্তি, দেশ–জাতির কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।