প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময়

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আইন একটি মহান পেশা, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তোমরা যারা আইন নিয়ে পড়াশোনা করছ, তোমাদের দায়িত্ব শুধু পেশাগত দক্ষতা অর্জনেই সীমাবদ্ধ নয়; বরং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নও তোমাদের লক্ষ্য হওয়া উচিত। ইউনিভার্সিটি তোমাদের প্রতিভা বিকাশের জন্য সবসময় সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছে। শিক্ষাজীবনকে শুধু একটি ডিগ্রি অর্জনের সময় নয়, বরং ব্যক্তিত্ব ও নৈতিকতার উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একাডেমিক এবং নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে বের হয়। আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে। উপস্থিত শিক্ষার্থীরা তাদের মতামত প্রদান করেন ও বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রেস ক্লাবে ‘শহীদ আবু সাঈদ ও ওয়াসিম স্মারক বক্তৃতা’
পরবর্তী নিবন্ধ‘শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস’