প্রিমিয়ার ভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের (আইআরপি) উদ্যোগে গতকাল সোমবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘রিসার্চ প্রজেক্ট প্রপোজাল রাইটিং: ফ্রম কনসেপ্ট টু সাবমিশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। রিসোর্স কর্মশালা পরিচালনা করেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মুস্তাফা। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভাপতিত্ব করেন আইআরপির ডেপুটি ডিরেক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরী। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষার সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো গবেষণা। একটি মানসম্মত গবেষণা প্রস্তাবনা কেবল একটি প্রকল্পের সূচনা নয়, বরং জ্ঞান সৃষ্টির একটি সুদৃঢ় ভিত্তি। গবেষণা প্রস্তাবনা লেখার ক্ষেত্রে সমস্যার সঠিক সনাক্তকরণ, গবেষণা প্রশ্নের স্পষ্টতা এবং পদ্ধতিগত কাঠামোর যথাযথ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মশালা আমাদের শিক্ষকদের গবেষণায় আত্মবিশ্বাসী করে তুলবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের শিক্ষকবৃন্দ দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের জন্য প্রতিযোগিতামূলক প্রস্তাবনা জমা দিতে সক্ষম হোক। এ ধরনের কর্মশালা গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, একটি সুসংগঠিত ও মানসম্মত গবেষণা প্রস্তাবনা কেবল গবেষণা তহবিল অর্জনের ক্ষেত্রেই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে ফারজানা ইয়াসমিন চৌধুরী বলেন, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষকদের গবেষণা প্রস্তাবনা লেখার দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই আইআরপি নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন করবে। রিসোর্স পারসন অধ্যাপক ড. রাশেদ মুস্তাফা তাঁর প্রেজেন্টেশনে গবেষণা ধারণা নির্বাচন, সমস্যা নির্ধারণ, লিটারেচার রিভিউ, গবেষণা পদ্ধতি, টাইমলাইন, বাজেট প্রণয়ন ও ফান্ড সংগ্রহসহ একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রস্তাবনার বিভিন্ন ধাপ বাস্তব উদাহরণের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, একটি শক্তিশালী গবেষণা প্রস্তাবনার জন্য গবেষণার লক্ষ্য ও পদ্ধতির মধ্যে সুস্পষ্ট সামঞ্জস্য থাকা আবশ্যক। এ সময় তিনি অংশগ্রহণকারীদের কার্যকর গবেষণা প্রস্তাবনা লেখার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












