প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে –মিলাদুন্নবী (দ.)মাহফিল গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি মহানবী (দ.)-কে আল্লাহ্র পক্ষ থেকে ‘শান্তির দূত’ ও ‘শান্তির বার্তাবাহক’ উল্লেখ করে বলেন, কোরান সুন্নাহ ও মহানবীর আদর্শ মেনে চললে এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা থাকবে না। তিনি বলেন, মহানবীর আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড.মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড.আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইএলটি) গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
সহকারী প্রক্টর মোহাম্মদ রকিবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।