প্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে এভারকেয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এভারকেয়ার হাসপাতালের এক প্রতিনিধি দল। গত মঙ্গলবার সাক্ষাৎকালে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এভারকেয়ার হাসপাতালের চীফ মার্কেটিং অফিসার বিনয় কোল, ডিজিএম-বিজনেস ডেভেলপমেন্টস বিনোদ সিং, ম্যানেজার কর্পোরেট রিলেশনস রামপ্রসাদ সুশীল ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার কর্পোরেট রিলেশনস রঞ্জন কুমার দাশ। তাঁরা প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা সুবিধা সংক্রান্ত আলাপ-আলোচনা করেন। উল্লেখ্য, ইতিপূর্বে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রতিনিধি দল বলেন, এই চুক্তির আওতা বাড়ানো হয়েছে । ইউনিভার্সিটির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধচাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন