প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ‘লেবার ল’ এন্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস’ (আইএলএস)’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য অংশগ্রহণকারীদের শ্রম আইন, আইনগত কাঠামো এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বিষয়ে সম্যক ধারণা প্রদান করা। ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। স্বাগত জানান আইএলও’র টেকনিক্যাল অফিসার ছায়ানিছ থামপারিপাত্রা। আইএলও’র প্রোগ্রাম অফিসার ইসতিয়াক আহমেদ ইনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পৃথিবী হচ্ছে একটা গ্লোবাল ফ্যামিলি। এই ফ্যামিলিতে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লেবার ল’ ও ইন্ডাস্ট্রিয়াল ল’র গুরুত্ব অপরিসীম। এই কারণে আমি এই দুটো আইন খুবই পছন্দ করি। তিনি উল্লেখ করেন, আজকের এই যুগে শ্রম আইন কেবল একটি আইনি কাঠামো নয়, বরং মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। কর্মক্ষেত্রে ন্যায়বিচার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি দেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে পারে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় জ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি শিক্ষার্থীদের শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পরিচিত করবে, যা তাদেরকে বৈশ্বিক অঙ্গনে প্রতিযোগিতামূলক হতে সহায়তা করবে।
শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে, সামাজিক সংলাপ জোরদার করতে এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে এই ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএলও’র আন্তর্জাতিক বিশেষজ্ঞ এলেনা জেরাসিমোভা এই প্রোগ্রামে বিভিন্ন সেশন পরিচালনা করবেন। এই প্রোগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শ্রম আইনের আইনজীবী, গবেষক, বেপজা, ইপিজেড এবং পোর্ট অথরিটির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ইউনিভার্সিটির পক্ষে অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস এবং সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা।প্রসঙ্গত, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ এবং আইএলও’র মধ্যে শ্রম আইনের কারিকুলাম উন্নয়ন বিষয়ে পূর্বে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।