প্রিমিয়ার ভার্সিটি ইইই বিভাগের ওয়েবিনার

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ক্যারিয়ার এস প্রজেক্ট ম্যানেজার : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার’ শীর্ষক ওয়েবিনার গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক ছিলেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। প্রভাষক রাহুল চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ ও সিজন্ড ইলেক্ট্রো-মেকানিকাল প্রজেক্ট ম্যানেজার রিদোয়ান ফেরদৌস। মূল প্রবন্ধে রিদোয়ান ফেরদৌস বাংলাদেশের প্রেক্ষাপটে প্রজেক্ট ম্যানেজারের প্রয়োজনীয়তা এবং প্রজেক্ট ম্যানেজার বিষয়ক সার্টিফিকেট কিভাবে অর্জন করা যায় সে-বিষয়ে বিশদ আলোচনা করেন। সদ্য পাশকৃত শিক্ষার্থীরা কিভাবে প্রজেক্ট ম্যানেজারকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারে সে-ব্যাপারে সুনিপুণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক, যেমন প্ল্যানিং, ফান্ড ম্যানেজমেন্ট, এমপ্লয়ী ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি নির্ধারণ ও পর্যালোচনা করাসহ প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিকের উদাহরণসহ ব্যাখ্যা করেন। তিনি বলেন, যে-কোনো ছোট-বড় প্রজেক্টে একজন ভালো প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টের ব্যয় সংকোচন, সময়মতো কাজ শেষ করা কিংবা প্রজেক্টের গুণগত মান নির্ণয় ইত্যাদি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি সারা বিশ্বে ব্যবহৃত বিভিন্ন প্রজেক্ট মানেজমেন্ট টুলস নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপক মহড়া
পরবর্তী নিবন্ধওয়াকফ প্রশাসন মতোওয়াল্লীদের সার্বিক সহযোগিতা করবে