প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী গলিস্থ ভবনের সেমিনার কক্ষে আইন বিভাগের শিক্ষকদের নিয়ে আইন বিভাগের বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা সন্তানতুল্য। প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকবৃন্দ একথা হৃদয়ে লালন করে সবসময় এই বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করেন। একারণে আজ পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী এই বিভাগ থেকে আইন বিষয়ে অসাধারণ জ্ঞান ও পারদর্শিতা অর্জন করে পাশ করে বের হয়েছেন এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কাজ করছেন। তাঁদের এই সাফল্যের কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সুনাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সভায় আইন বিভাগের শিক্ষকবৃন্দ বলেন, বিগত সেমিস্টারে পেনডেমিক সত্ত্বেও তাঁরা আন্তরিকভাবে শিক্ষা-কার্যক্রম অনলাইনে অব্যাহত রেখেছেন। শিক্ষকবৃন্দ কিভাবে আইন বিভাগ পেনডেমিকে বিভিন্ন সেমিস্টার সম্পন্ন করেছে তা সভাকে অবহিত করেন। সভায় নতুন যে-সেমিস্টার শীঘ্রই শুরু হতে যাচ্ছে, সেই সেমিস্টারের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে, তা বিস্তারিত ও অনুপুঙ্খভাবে উত্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, রেজিস্ট্রার খুরশিদুুর রহমান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী এবং আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী। আইন বিভাগের শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, মেহের নিগার, হুমায়রা নওশিন উর্মি, ফাহমিদা কাদের, ফরিদুদ্দিন আহমেদ, ইয়াসমিন ফারজানা, সালমা মরিয়ম, মাহবুবা সুলতানা, তাকমিনা কামাল, হিল্লোল সাহা, প্রভাষক জাবেদ আরাফাত ও সুরিনা তারজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।