প্রিমিয়ার ফুটবল লিগে এবারের শিরোপা জিতেছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলায় ব্রাদার্স ২-০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। এ জয়ে ৮ খেলায় তাদের পয়েন্ট হয়েছে ২২। ব্রাদার্স নিজেদের ৭টি খেলায় জয়লাভ করে। একটি খেলায় তারা গোলশূন্য ড্র করে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে। তাদের আরেকটি খেলা বাকি আছে মাদারবাড়ী উদয়নের সাথে। তাদের ধারে কাছে এখন অন্য কোন দল নেই আর। অন্যদিকে টানা দু’খেলায় হেরে শিরোপা থেকে পিছিয়ে পড়া বন্দর ৮ খেলা শেষে ১৪ পয়েন্ট অর্জন করেছে। রানার্স আপের দৌড়ে তাদের সাথে আছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। কোয়ালিটি ৮ খেলা শেষে ১৫ পয়েন্ট পেয়েছে। উভয় দল আগামী ৭ নভেম্বর লিগের খেলায় পরস্পরের মোকাবেলা করবে। সেখানেই নির্ধারিত হবে এবারের লিগে কোন দল রানার্স আপ হচ্ছে। গতকালের ঘটনাবহুল খেলায় উভয় দল প্রতিদ্বন্দ্বিতা করেই খেলছিল। আক্রমন প্রতি আক্রমনে ভরপুর ছিল খেলা। প্রথমার্ধের ৪১ মিনিটের সময় প্রথম এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সংঘবদ্ধ আক্রমন থেকে বন্দরের ডি বঙে ঢুকে পড়ে ব্রাদার্স ইউনিয়নের আক্রমন ভাগ। প্রথমে আমিরুজ্জামান সাইমুন গোল বরাবর শট নেন। বন্দর কিপার রাজিব হোসেন বল ঠেকিয়ে দেন। ছুটে আসা ফিরতি বলে মো. রুমান গোল করে দেন (১-০)। বিরতি পর্যন্ত এই গোলেই এগিয়ে থাকে ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গন্ডগোলের সূত্রপাত হয়। দ্বিতীয় মিনিটে আক্রমনে উঠে ব্রাদার্স ইউনিয়ন। বাধা দিতে এগিয়ে আসেন বন্দর কিপার। বঙের বাইরে এসে বলে হাত লাগান তিনি। এতে রেফারী বিটুরাজ বড়ুয়া তাকে লাল কার্ড দেখান। তাতেই ক্ষুদ্ধ হয়ে উঠে বন্দর দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা। বাদ প্রতিবাদ চলতে থাকে রেফারীর দেয়া সিদ্ধান্তে। এতে ২২ মিনিট খেলা বন্ধ থাকে। পরে আয়োজককারী সংস্থার কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলায় ফিরে আসেন বন্দরের খেলোয়াড়রা। পুনরায় খেলা শুরু হওয়ার পর আক্রমন প্রতি আক্রমনে মেতে উঠে ব্রাদার্স ইউনিয়ন এবং ১০ জনের দলে পরিনত হওয়া বন্দর। তবে এসময় বন্দরের খেলোয়াড়দের মাঝে মারমুখী খেলার প্রবনতা দেখা যায়। ব্রাদার্স খেলোয়াড়রাও সুযোগ বুঝে পাল্টা জবাব দেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ব্রাদার্স ইউনিয়ন। রেফারী অফসাইড এড়িয়ে গেলে সাজ্জাত হোসেন একক প্রচেষ্টায় এগিয়ে যান এবং বল জালে জড়িয়ে দেন। ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে যায় ২-০ গোলে। বন্দর বেশ কয়েকবার আক্রমনে উঠলেও লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। ইনজুরি টাইমে ব্রাদার্সও ১০ জনের দলে পরিণত হয়। শাহাদাত হোসেন মানিক লাল কার্ড দেখেন। গালাগালি আর হুমকি দেয়ার অভিযোগে রেফারী তাকে লাল কার্ড দেখান। গতকালের খেলায় রেফারির অনেক বিতর্কিত সিদ্ধান্ত, কার্ডের ছড়াছড়ি,খেলোয়াড়দের মারমুখী আচরণ খেলার সৌন্দর্য নষ্ট করে। খেলা শেষেও এর রেশ থাকে। রেফারী মাঠ ছেড়ে এলে বন্দর কর্মকর্তাদের তাদের প্রতি আক্রমনাত্মক আচরন করতে দেখা যায়। রেফারীরাও তাদের প্রতি এগিয়ে যেতে চাইলে কর্মকর্তারা তাদের নিবৃত্ত করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় মো. রুমান। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সাবেক ফুটবলার এবং সিজেকেএস কাউন্সিলর মো. মসিউল আলম স্বপন।
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ- বিসিআইসি ক্রীড়া সমিতি
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং বিসিআইসি ক্রীড়া সমিতি ১-১ গোলে ড্র করে। ব্লুজের পক্ষে পেনাল্টিতে গোল করেন সুমন এবং বিসিআইসির পক্ষে গোল করেন আলী। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান ব্লুজের সুমন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত। আজ প্রিমিয়ার ফুটবল লিগের কোন খেলা নেই। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং কর্ণফুলী ক্লাব।